ভোট গ্রহণের আগেই ফের রদবদল করল নির্বাচন কমিশন। মালদার হবিবপুর থানার IC-কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনের কোনও কাজে তাঁকে রাখা যাবে না। তাঁকে আপাতত পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ। ওইদিন মালদা এবং মুর্শিদাবাদ জেলার ৪টি লোকসভা কেন্দ্রের ভোট নেওয়া হবে। তার আগেই IC-র বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও ওই পদে কে দায়িত্ব নেবেন তা জানা যায়নি।
সূত্রের খবর, কয়েকদিন আগেই হবিবপুর থানা এলাকায় একটি গোলমালের ঘটনা ঘটে। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।