ফের কেন্দ্রের বিরোধী জোট মঞ্চ ইন্ডিয়াকে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ভোট ব্যাঙ্কের জন্য মুজরাও করতে পিছপা হবে না বিরোধী জোটের সদস্যসরা।
Read More- বড়দের প্রণাম, ছোটদের সঙ্গে সেলফি, বঙ্গের ভোট-ষষ্ঠীতে ঘাটালের ঘরের ছেলে দেব
বিহারের পাটলিপুত্রে নির্বাচনী সভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়েই বিরোধীদের তীব্র কটাক্ষ করেন তিনি।
কী বললেন নরেন্দ্র মোদী?
তিনি বলেন, "মোদীর জন্য সংবিধানই সবথেকে গুরুত্বপূর্ণ। মোদীর জন্য বাবা সাহেব আম্বেদকারের ভাষণ গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া জোট নিজেদের ভোট ব্যাঙ্কের জন্য যদি গোলামি করতে হয় তাহলে করুক। ওরা গিয়ে যদি মুজরা করতে হয় তাহলে সেটাই করুক। আমি SC, ST, OBC-র সংরক্ষণের পাশে আছি এবং থাকব। যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ লড়াই করব।