প্রাথমিক ট্রেন্ডে NDA জোটকে জোর টক্কর INDIA জোটের। ২০০ পার করে বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে INDIA জোট। এই লড়াইে প্রভাব পড়েছে ভারতীয় স্টক মার্কেটে। বাজার খুলতেই ১৯০০ পয়েন্ট পড়ে যায়।
গণনার আগেই সুরাটে জিতে শুরু করে বিজেপি। শুরুতেই এগিয়ে যান NDA প্রার্থীরা। এরপরই দেশে একের পর এক কেন্দ্রে এগিয়ে যান INDIA জোটের প্রার্থীরা। দুটি কেন্দ্রে রাহুল গান্ধী এগিয়ে। এগিয়ে কংগ্রেস নেতা শশী থারুর। গুরুগ্রামে এগিয়ে রাজ বব্বর। এগিয়ে আছেন অখিলেশ যাদব।