দাদা, ভাই দুজনেই তারকা ক্রিকেটার৷ একজন দাপুটে ব্যাটার, অন্যজন অসাধারণ পেসার। ইউসুফ এবং ইরফান পাঠান, ইউসুফ বাবার বেশি আদরের, ইরফান মায়ের বেশি কাছের। বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ কয়েকদিন আগেই নিজেই জানিয়েছেন এডিটরজিকে।
ভোটযুদ্ধে ভাই ইউসুফকে জেতাতে বঙ্গের রণাঙ্গনে আসছেন ইরফান৷ বৃহস্পতিবার বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড শো করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা।
আগামী ১৩ মে ভোটগ্রহণ বহরমপুরে। ১১ তারিখ শেষ পর্বের প্রচার। শেষ প্রচারের ৪৮ ঘণ্টা আগে ঝড় তুলতে চাইছে তৃণমূল। ইরফান এবং ইউসুফের যুগলবন্দি কতটা কাজ করল, তার উত্তর জানা যাবে ৪ জুন।
বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গড় হিসাবে পরিচিত। সেই দুর্গ ভাঙতে তৃণমূলের বাজি ইউসুফ। তাঁকে জেতাতে মরীয়া দল। বুধবার প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
রেজিনগর, বেলডাঙা-সহ বহরমপুর লোকসভার বিভিন্ন এলাকায় রোড-শো করবেন ইরফান। থাকবেন দাদা ইউসুফও।