তমলুকের BJP প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল ISF। তাদের তরফে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মহিউদ্দিন আহমেদ ওরফে মাহিকে। তিনি শিক্ষক চাকরিপ্রার্থী। ২০১৬ সালে চাকরির দাবিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই মামলা করেছিলেন মাহি।
ISF এর প্রার্থী তালিকা প্রকাশ
এদিকে বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়নি ISF-এর। সেকারণে এককভাবে লড়াই করছে তারা। ইতিমধ্যে তৃতীয় পর্যায়ের প্রার্থীতালিকা প্রকাশ করেছে ISF। সেখানে মাহি ছাড়াও জঙ্গিপুর, বনগাঁ এবং কৃষ্ণনগর আসনের জন্য প্রার্থীর নাম জানানো হয়েছে। জঙ্গিপুরের প্রার্থী করা হয়েছে সাজাহান বিশ্বাসকে। তিনি সুতির তৃণমূল কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা।
অন্যদিকে বনগাঁ কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন দীপক মজুমদার এবং কৃষ্ণনগর থেকে লড়ছেন আফরোজা খাতুন। এর আগেও মোট ১৩টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে ISF।