NDA জোটের সঙ্গেই থাকবেন বলে জানিয়ে দিলেন তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। ফল প্রকাশের পরেই সাংবাদিক বৈঠকে তিনি জানান, কেন্দ্রের বিরোধী জোট INDIA-র সঙ্গে যুক্ত হওয়ার কোনও পরিকল্পনাই নেই তাঁর দলের। অন্যদিকে জনতা দল (ইউনাইডেট) এর মুখপাত্র কে সি ত্যাগী বুধবার জানিয়েছেন, NDA জোটকেই সমর্থন করবে তাঁর দল।
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। দেখা গিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। অর্থাৎ সরকার গঠনের জন্য জোট শরিকদের সাহায্য নিতে হবে নরেন্দ্র মোদীকে। এর পরেই চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের অবস্থান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
Read More- একই বিমানে দিল্লি যাত্রা নীতীশ কুমার ও তেজস্বী যাদবের, নতুন সমীকরণ জাতীয় রাজনীতিতে?
বুধবার দিল্লিতে বৈঠক রয়েছে NDA-জোটের। অন্যদিকে একইদিনে বৈঠক করবে INDIA জোটে। সেই বৈঠকে যোগ দিতে একই বিমানে রওনা দিয়েছেন তেজস্বী যাদব এবং নীতীশ কুমার। যা নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।