নির্বাচনী প্রচার চলাকালীন উত্তর পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানাইহা কুমারকে চড় মারল এক যুবক। ভিডিয়োতে দেখা যায়, উসমানপুরে আম আদমি পার্টির অফিসে ছিলেন উত্তর পূর্ব দিল্লি কংগ্রেস প্রার্থী কানাইহা। সেই সময় তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ভিডিয়োতে একজনকে বলতে শোনা যায়, "কানাইহা কুমারকে এবার মারা হবে।" ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, কালো টি-শার্ট পরে এক তরুণ কানাইহার উপর হামলা করে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, কমিশনের শো-কজ নিয়ে কী বললেন অভিজিৎ
কংগ্রেস সূত্রে খবর, আপ কাউন্সিলার ছায়া শর্মা ওই জনসভার আয়োজক ছিলেন। ঘটনার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন। তাঁর উপরেও হামলা ও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন রেখা শর্মা। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।