দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে মন্তেশ্বর। বিজেপি প্রার্থীর গাড়়ি আটকে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাস্তাতেই শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামে বিরাট পুলিশ বাহিনী । ঘটনাটি ঘটেছেন মন্তেশ্বরের তুল্লাবাজার এলাকায়।
অভিযোগ, দিলীপ ঘোষের কনভয়ে লাঠি, বাঁশ নিয়ে তাড়া করেন মহিলারা। গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। এক তৃণমূল এজেন্টের নাক ফাটানোর অভিযোগও তুলেছে তৃণমূল। যদিও দিলীপ ঘোষের অভিযোগ, নিজেদের মধ্যে মারপিট করেছে তৃণমূল কর্মীরা।
এদিকে ভোটের দিন সকালে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে মুখোমুখি হন দিলীপ ঘোষ। পরষ্পরকে জড়িয়েও ধরেন তাঁরা। ভোটের দিন খোশমেজাজে দেখা যায় কীর্তিকে। ক্রিকেট খেলতেও দেখা যায় তাঁকে।'