২০১৯ সালে যখন আমেঠী কেন্দ্রে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধী, তখন তাঁকে দুহাত উপুড় করে ভোট দিয়ে জিতিয়েছিল কেরলের ওয়েনাড়। ২০২৪ সালের ছবিটা অন্য। মা সনিয়ার ছেড়ে দেওয়া আসন রায়বেরিলি এবং নিজের পুরনো আসন ওয়েনাড়- দুটিতেই বিপুল ভোটে জিতেছেন রাহুল। এবার তাঁকে কোনও একটি কেন্দ্রের সাংসদ পদ ছাড়তে হবে। কোন আসনটি ছাড়বেন, তা নিয়ে এখনও মনস্থির করেননি রাহুল, সিদ্ধান্ত নেয়নি কংগ্রেসও। তবে স্মৃতি ইরানিকে হারিয়ে আমেঠী পুনরুদ্ধার করা কংগ্রেস সাংসদ কিশোরীলাল শর্মার আর্জি, রাহুল রায়বেরিলিরই সাংসদ থাকুন। এই কেন্দ্র থেকে তাঁর মা জিততেন, জিততেন ঠাকুমা ইন্দিরা গান্ধীও।
এক লক্ষ ৬৭ হাজার ১৯৬ ভোটে স্মৃতিকে হারিয়ে আমেঠী পুনরুদ্ধার করেছেন কিশোরীলাল। পাশের কেন্দ্র রায়বেরিলিতে রাহুল জিতেছেন চার লক্ষাধিক ভেটে। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরীর মন্তব্য, "রাহুল কী করবেন, সেটা তো ওঁর ব্যাপার। কিন্তু আমি চাইব উনি রায়বরেলীটাই রাখুন।"
শুধু আমেঠী এবং রায়বেরিলিই নয়, গোটা উত্তর প্রদেশেই দুর্দান্ত ফল করেছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট। অন্যদিকে কেরলেও দারুণ ফলাফল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের। কেরলের কংগ্রেস নেতাদের ইচ্ছে, রাহুল যদি ওয়েনাড় ছাড়েন, তাহলে সেখান থেকে লড়ুন প্রিয়ঙ্কা গান্ধী।