ভোট পরবর্তী হিংসা যাতে না ঘটে তার জন্য তৎপর কলকাতা পুলিশ। এই সংক্রান্ত কোনও অভিযোগ জমা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। তারপর রাত থেকেই একাধিক জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে BJP। এই প্রসঙ্গে বিনীত গোয়েল বলেন, "আমাদের প্রত্যেকটি পুলিশ এলাকা এবং প্রত্যেকটি ডিভিশন এলাকায় প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে। কারোর কোনও অভিযোগ থাকলে আমাদের ১০০ ডায়ালে ফোন করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
Read More- মোদী মুখে নেই জয় শ্রীরাম ধ্বনি, ৩৪ মিনিটের ভাষণে জোড় দিলেন NDA-তে
ভোট চলাকালীনই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিলেন বিরোধী নেতারা। নির্বাচন কমিশনে আগেই এবিষয়ে জানিয়েছিলেন তাঁরা। এবং সেকারণে ভোট পরবর্তী ১৫ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলেও জানানো হয়েছিল কমিশনের তরফে।