রাজ্যে তৃতীয় দফার ভোট দুই মালদা সহ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে। প্রচারের আর কটা দিনই বাকি হাতে গোনা। তার আগে মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের প্রচারে রোড শো করলেন টলিপাড়ার এক ঝাঁক তারকারা।
অভিনেতা সোহম চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, সৌরভ দাস-রা হুড খোলা গাড়িতে চড়ে এদিন ভোট প্রচারে যান মুর্শিদাবাদে।
Sandeshkhali-NSG Robot: বালির তলা থেকেও খুঁজতে পারে বিস্ফোরক, NSG এর এই রোবট আর কী কী পারে?
কৌশানি মুখোপাধ্যায়কে নিয়ে জল্পনা ছিল, তিনি আদৌও তৃণমূলে রয়েছেন কিনা। স্টার ক্যাম্পেইনারদের তালিকায় কোথাও নাম ছিল না তাঁর। অবশেষে সব জল্পনা উড়িয়ে, তৃণমূলের প্রচারে দেখা মিলল তাঁর। গত বিধানসভাতেই কৃষ্ণনগরের প্রার্থীও হয়েছিলেন কিন্তু জিততে পারেননি। তারপর থেকেই তাঁর রাজনীতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। সকলের পরনেই ছিল সাদা জামা। মুর্শিদাবাদের রাজপথে তাঁদের দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।