উত্তর কলকাতায় অন্য ছবি। সম্পূর্ণ অরাজনৈতিক একটি অনুষ্ঠানে একই মঞ্চে কুণাল ঘোষ এবং BJP প্রার্থী তাপস রায়। যা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
বুধবার মে দিবস উপলক্ষে ৩৮ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শ্যামসুন্দর তলার ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায়। এছাড়াও ওই মঞ্চে ছিলেন বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ।
Read More- ভোট প্রচারে মালদা গিয়ে অসুস্থ অভিনেতা সোহম, ভর্তি হাসপাতালে, কেমন রয়েছেন এখন?
ওই সভায় কুণাল ঘোষ বলেন,"তাপস দা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম আমাদের দলের মধ্যে রাখতে। তাপসদার দরজা সারা দিন-সারা রাত কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে পরিষেবা দিয়েছেন সেটা রাজনীতিবিদ হিসেবে বড় ফ্যাক্টর। যখন-তখন কর্মীরা তাঁকে পায়। কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দানে আমরা উল্টো দিকে পড়ে গিয়েছি।"