এগজিট পোলে যে তথ্যই দেখানো হোক না কেন রাজ্যে তৃণমূল কংগ্রেস পাবে ৩০টিরও বেশি আসন। টুইট করে এই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। গণনার কেন্দ্রে শেষ পর্যন্ত সক্রিয় থাকার জন্যও তৃণমূলের এজেন্টদের পরামর্শ দিয়েছেন তিনি।
Read More- 'আমাকে ফিরতে দে...' জেল থেকে বার্তা অনুব্রত মণ্ডলের
শনিবার ভোটগ্রহণ পর্ব শেষ হতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন এগজিট পোল। প্রায় প্রত্যেকটি রিপোর্টেই গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। এমনকি রাজ্যে ২৫ টিরও বেশি আসন BJP-র ঝুলিতে যাবে বলে জানানো হয়েছ বিভিন্ন সমীক্ষায়। আর এর পরেই রবিবার সকালে টুইট করেন কুণাল ঘোষ।
কী লিখেছেন কুণাল ঘোষ?
কুণাল ঘোষ লিখেছেন, "বাংলায় তৃণমূল ৩০+। বুথ ফেরত সমীক্ষায় তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছুক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন।"