ফের বিস্ফোরক মন্তব্য করলেন সদ্য অপসারিত তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দলের কাছে একটি আর্জি জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, তাঁর শূন্যপদে বসানো হোক ভোটকৌশলী সংস্থা আই প্য়াকের কর্তা প্রতীক জৈনকে। কারণ তাঁর দাবি, বর্তমানে তৃণমূল দল চালাচ্ছেন প্রতীক এবং তাঁর সহকর্মীরা।
কী লিখেছেন কুণাল ঘোষ?
"তৃণমূলের সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, 'অপদার্থ' ও 'দলবিরোধী' কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক।"
গত বুধবার রাজ্য সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুণাল ঘোষকে। তারপরেই দলের কিছু নেতার প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। যদিও তিনি তৃণমূলেই থাকবেন বলে স্পষ্ট করেছন। এই পরিস্থিতিতে কুণালের শুক্রবার সকালের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।