শনিবার শেষ দফার ভোট। তার আগে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভোটগণনার সময় কারচুপি করেছিল আই-প্যাকের টিম। যদিও শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধে নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে শুভেন্দু অভিযোগ করেন, গত বিধানসভা নির্বাচনে গণনাকেন্দ্রে ঢুকে পড়েছিল আই প্যাকের টিম। তারা প্রায় ৪০ থেকে ৫০ টি আসনের গণনায় কারচুপি করেছিল। তাঁর দাবি, চলতি লোকসভা নির্বাচনের গণনায় কোনও কারচুপির সুযোগ থাকবে না।
Read More- বিভাজনের রাজনীতি করে প্রধানমন্ত্রীর পদকে অপমান করেছেন মোদী, অভিযোগ মনমোহনের
শুভেন্দু জানান, গণনায় আরও কঠোর ব্যবস্থা চালু থাকছে। গণনাকেন্দ্রের ভিতরে কোনও গ্রুপ-ডি কর্মচারী থাকবেন না। শুধুমাত্র আপার ডিভিশন ক্লার্ক থেকে উচ্চ পদমর্যাদার অফিসাররা গণনা কেন্দ্রের ভিতরে থাকবেন। সব কাউন্টিং এজেন্টকে সর্বদা আইডেনটিটি কার্ড ঝুলিয়ে রাখতে হবে। কমিশনের কাছে এই দাবিও জানিয়েছেন শুভেন্দু।