শনিবার হুগলির চন্দননগরে জনসংযোগ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। চন্দননগরের বিদ্যালঙ্কার শীতলা মন্দিরে পুজো দিলেন তিনি। মন্দিরের বাইরে দর্শনার্থীদের শরবতও খাওয়ালেন তিনি।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর হুগলির একাধিক এলাকায় জনসংযোগ শুরু করেন লকেট। নববর্ষে গঙ্গাবক্ষে প্রচার করেন হুগলির বিজেপি প্রার্থী। এদিন মন্দিরে তাঁর গায়ে দেখা যায় নামাবলী। এর আগেও নামাবলী পরে প্রচার করতে দেখা যায় লকেটকে।
শুক্রবার হুগলি কেন্দ্রের পান্ডুয়ায় রোড শো করেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর হয়ে প্রচারে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সপ্তগ্রামেও প্রচার সারেন লকেট। শনিবার সকালে চন্দননগরের একটি মন্দিরে পুজো দিতে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়কে।