এক্সিট পোলের ফলাফল মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনের প্রচারপর্বে তাঁরা প্রভূত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রম ব্যর্থ হতে পারে না। ভোটের ফল কী হবে, তা জানা যাবে মঙ্গলবার। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য বলছে, পরিশ্রমের বিচারে মমতার দাবি সঠিক৷ নির্বাচনী প্রচার কর্মসূচিতে বিজেপি-সহ বিরোধীদের টেক্কা দিয়েছে তৃণমূল।
প্রচারপর্বের ৭৫ দিনে রাজ্যে সবকটি রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীদের মিলিয়ে মোট ৯৫,৫৪৩টি প্রচার কর্মসূচি সংগঠিত হয়েছে। অর্থাৎ দৈনিক কর্মসূচির সংখ্যা প্রায় ১২৭৪টি করে। তার সিংহভাগই করেছে তৃণমূল। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিজেপি। তৃতীয় এবং চতুর্থ যথাক্রমে সিপিএম এবং কংগ্রেস।
কমিশনের তথ্য বলছে, গত আড়াই মাসে তৃণমূল একাই করেছে ৪৫ হাজার ৮৬০টি প্রচার কর্মসূচি। দৈনিক হিসেবে গড়ে ৬১১টি। বিজেপি করেছে মোট ২১ হাজার ৬২৯টি কর্মসূচি। দৈনিক প্রচার কর্মসূচির সংখ্যা গড়ে ২৮৮টি। সিপিএম করেছে ১৭ হাজার চারটি কর্মসূচি। অর্থাৎ দৈনিক হিসাবে গড়ে ২২৭টি। কংগ্রেসের কর্মসূচির সংখ্যা ১৬৯৭টি, অর্থাৎ গড়ে দৈনিক ২৩টি করে।
হেলিকপ্টার ব্যবহারেরও এগিয়ে তৃণমূল। তাদের ৫২৩টি হেলিকপ্টার ব্যবহারের আবেদন মঞ্জুর করেছে কমিশন। বিজেপির ক্ষেত্রে সেই সংখ্যা ১২৪। কংগ্রেস দু’বার হেলিকপ্টার ব্যবহারের আর্জি জানিয়েছিল। সিপিএমের তরফে অবশ্য এমন কোনও আবেদন জমা পড়েনি কমিশনের কাছে।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, রাজ্যে মোট যত প্রচার কর্মসূচি হয়েছে, তার মাত্র ১৫ শতাংশ উত্তরবঙ্গে। বাকি ৮৫ শতাংশ প্রচার কর্মসূচিই সংগঠিত হয়েছে দক্ষিণবঙ্গে।