দেশজুড়ে চলছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দিল্লি সহ মোট ৫৮ টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। শনিবার সকাল সকাল বুথে গিয়ে ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরও ভোট দিলেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভোট দিলেন মহিলা ভোটকর্মী পরিচালিত পিঙ্ক বুথে। রাজধানীতে এদিন ভোট দিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
ষষ্ঠদফার নির্বাচনে ঘাটাল, তমলুক, কাঁথি সহ বাংলার মোট ৮ টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।