সাত দফায় পরীক্ষা চলেছিল দেড় মাস ধরে। মঙ্গলবার চূড়ান্ত ফল প্রকাশের দিন। বেলা বাড়তেই ট্রেন্ড বলছে, বুথ ফেরত সমীক্ষা অনেকাংশেই মিলছে না। মোদীর 'চারশো পার'-এর স্বপ্ন কি তবে অধরাই?
ইন্ডিয়া জোটের মুখ হিসেবে ওয়েনাড় এবং রায়বরেলি দু'টি কেন্দ্রেই ভাল মার্জিনে এগিয়ে রাহুল গান্ধী। ২০১৯ এর ভোটে অমেঠিতে স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন রাহুল। এবার অমেঠি থেকে স্মৃতি ইরানিই গেলেন পিছিয়ে। এগিয়ে কংগ্রেস প্রার্থী কেএল শর্মা
কনৌজ কেন্দ্র থেকে এগিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব এগিয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মইনপুরী কেন্দ্র থেকে।
বারাণসী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের চেয়ে প্রাথমিক ভাবে পিছিয়ে পড়লেও আবার এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীনগর কেন্দ্রে শুরু থেকেই অনেক এগিয়ে অমিত শাহ।
তবে প্রাথমিক ট্রেন্ড বলছে উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোটের ফল অপ্রত্যাশিত রকম ভাল। তবে গণনা শেষ হওয়ার আগে পর্যন্ত পরিসংখ্যান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব নয়।