লোকসভা নির্বাচনের চতুর্থ দফা নির্বাচন। তাঁর আগে অভিনব প্রচারে রাহুল গান্ধী। রাতের হায়দরাবাদে উঠে পড়লেন সরকারি বাসে। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও করলেন কংগ্রেস নেতা। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। ওয়ানাড ও রায়বেরিলিকে প্রার্থী রাহুল গান্ধীকে হঠাৎ বাসে দেখে অবাক হয়ে যান যাত্রীরা। দিলসুখ নগর বাস স্ট্যান্ড থেকে তেলাঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সরকারি বাসে ওঠেন রাহুল।
বৃহস্পতিবার রাতে রাহুল বাসে উঠে সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন। আরসিটি বাসের পরিষেবা সম্পর্কে জানতে চান রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনে কংগ্রেসের ম্যানিফেস্টো নিয়েও যাত্রীদের বোঝান কংগ্রেস নেতা। বৃহস্পতিবার মেডকে জনসভা ছিল রাহুল গান্ধীর। ওই সভায় রাহুল গান্ধী জানান, INDIA জোট ক্ষমতায় এলে ৩০ লক্ষ সরকারি চাকরির সুযোগ তৈরি হবে। রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কোটি কোটি যুবক চাকরি হারিয়েছেন।
তেলাঙ্গানার জনসভায় রাহুল গান্ধী দাবি করেন, বিজেপি সংবিধান ধ্বংস করতে চাইছে। এই নির্বাচন দুটি ভিন্ন আদর্শের লড়াই। রাহুল গান্ধী বলেন, "বিজেপি সরাসরি বলছে, ক্ষমতায় এলে সংবিধান ধ্বংস করবে।"