এবার সিনেমা হলেই দেখা যাবে ভোটগণনা। এমনই উদ্যোগ নিয়েছে মুম্বই-এর একাধিক সিনেমা হল কর্তৃপক্ষ। ওই সিনেমা হলগুলির মধ্যে রয়েছে SM5 কল্যাণ এবং মুভিম্যাক্স চেইন। মুম্বইয়ের ওয়ান্ডার মল, ইটারনিটি মল এবং কঞ্জুরমার্গে অবস্থিত ওই দুটি সংস্থার সব মাল্টিপ্লেক্সে গণনা দেখা যাবে।
সকাল ৯টা থেকে গণনাপর্ব সরাসরি সম্প্রচার করা হবে। ছ ঘণ্টা ধরে দর্শকরা তা দেখতে পারবেন। ৯৯ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত টিকিটের দাম রাখা হয়েছে।
Read More- নির্বাচনের আগে উত্তপ্ত গাঙ্গুলিবাগান, সিপিএম কর্মীদের 'মারধর' অস্বীকার তৃণমূলের
যদিও পুরো বিষয়টিতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। অনেকে পুরো বিষয়টিতে সাধুবাদ জানালেও নেটিজেনদের একাংশ মনে করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা গণনা দেখতে উপস্থিত থাকবেন। সেসময় অশান্তি শুরু হতে পারে।
৪ জুন লোকসভা নির্বাচনের ভোটগণনা। সকাল ৮ থেকে গণনাপর্ব শুরু হবে। সেই দিনই ঠিক হবে আগামী পাঁচ বছর দিল্লির মসনদে কোন রাজনৈতিক দলের হাতে ক্ষমতা থাকবে।