নিয়োগ মামলায় সোমবার রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। যে রায় নিয়ে রাজ্য-রাজনীতিতে চলছে জোর চর্চা। এমনকী রাজনৈতিক তরজাও। এই পরিস্থিতি কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, হাইকোর্টের এই রায়ের ফলে রাজ্যের সরকারি স্কুলগুলিতে একধাক্কায় কমে যাবে ১৫ শতাংশ শিক্ষাকর্মীর সংখ্যা। এরমধ্যেই আদালতের রায়ের জেরে মুর্শিদাবাদের একটি স্কুল থেকে চাকরি যাচ্ছে ৩৬ জনের। যা আরও উদ্বেগ বাড়িয়েছে পর্ষদের।
এই অবস্থায় পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের দাবি, ১৫ শতাংশ শিক্ষাকর্মী চলে যাওয়ার পাশাপাশি প্রায় ২৫ শতাংশ গ্রুপ সি কর্মী এবং প্রায় ৩০ শতাংশ গ্রুপ ডি কর্মচারী হারাবে রাজ্যের স্কুলগুলি। সোমবার রায়ের পরেই তাঁর প্রতিক্রিয়া ছিল, আদালতের রায় খুশি করতে পারেনি তাঁদের। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।