শনিবার সাত দফার ভোটপর্ব শেষ হয়েছে। মঙ্গলে গণনার পালা। রাজ্যের ৪২টি আসনে মোট ৫৫টি কেন্দ্রে গণনা গণনা চলবে। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ আসনে মোট ৮ কেন্দ্রে গণনা হবে। কলকাতা উত্তরের গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর কলকাতা দক্ষিণের জন্য মোট সাতটি গণনাকেন্দ্র রাখা হয়েছে। প্রত্যেক বিধানসভা অনুয়ায়ী ভোট গণনার কাজ হবে। সব কেন্দ্রে সিসি ক্য়ামেরার নজরদারি থাকবে।
সোমবার থেকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তল্লাশি না করে গণনাকেন্দ্রের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। অস্থায়ীভাবে গণনাকেন্দ্রগুলি থেকে কোলাপসিপল গেট লাগানো হয়েছে। পুলিশ আধিকারিকদেরও রীতিমতো কৈফেয়ত দিতে হচ্ছে।
কলকাতা দক্ষিণ কেন্দ্রের ভোটগণনা হবে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম। জোকার ব্রতচারী বিদ্যাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল, ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ, সেন্ট টমাস বয়েজ স্কুল, সখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, বালিগঞ্জ গভর্নেন্ট হাই স্কুল ও বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনির্ভাসিটিতে গণনা হবে।
কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, রাজ্যের প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।