সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় রাজ্যে ভোট ১ জুন । বাংলার মোট ৯ কেন্দ্রে ভোটগ্রহণ । শেষ দফায় বসিরহাট, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ-সহ একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে ভোট । সেক্ষেত্রে বাকি ৬ দফায় তুলনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে শেষ দফায় । মঙ্গলবার বৈঠকের পর নির্বাচন কমিশন জানিয়েছে, ৯ কেন্দ্রে মোট ৯৬৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে । সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে বারুইপুরে ।
সপ্তম দফায় ৯ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও প্রায় সাড়ে ১১ হাজার কলকাতা পুলিশ, ৫৯৯টি কুইক রেসপন্স টিম থাকছে । কোন কেন্দ্রে কত কোম্পানি বাহিনী ও পুলিশ মোতায়েন করা হচ্ছে দেখে নিন
বারুইপুর- ১৬০ কোম্পানি ও প্রায় সাড়ে চার হাজার রাজ্য পুলিশ
বসিরহাট - ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও তিন হাজারেরও বেশি রাজ্য পুলিশ
ডায়মন্ড হারবারবার - ১১০ কোম্পানি ও প্রায় চার হাজার রাজ্য পুলিশ
বারাকপুর - ৮১ কোম্পানি
বারাসত - ৮১ কোম্পানি
সুন্দরবন পুলিশ জেলা - ১১৪ কোম্পানি
এছাড়া, কলকাতা পুলিশ নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন করা হচ্ছে ২৪৬ কোম্পানি বাহিনী ।