নিয়োগ মামলার রায়ে চাকরি হারানোর মুখে রাজ্যের প্রায় ২৬ হাজার স্কুল কর্মী। আদালতের এই রায়কে নিয়ে লোকসভা প্রচারে প্রায়ই রোজই তীব্র কটাক্ষ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে এই ঘটনায় তিনি আক্রমণ করেছেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবার তৃণমূল নেত্রীকে পাল্টা কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্থ বলেও অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। রায়ের পক্ষে সওয়াল করে প্রাক্তন বিচারপতি জানিয়েছেন, দুর্নীতি হয়েছিল বলেই চাকরি কেড়ে নেওয়া হয়েছে। তাঁর মতে, দুর্নীতি যে হয়েছিল, তার প্রমাণ ১৭টি কারণ তুলে দেখিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
তৃণমূল নেত্রীকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন বিজেপি প্রার্থী। তমলুকের বিজেপি প্রার্থী দাবি করেছেন, এই ১৭টি কারণে একটি ব্যাখা তৃণমূল নেত্রী যদি দিতে পারেন, তা-হলে তাঁরা তা শুনবেন। আর এখানেই মমতাকে কটাক্ষ করতে গিয়ে, তৃণমূল নেত্রীকে অর্ধ-শিক্ষিত বলেও অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।