বিজেপির বিদায় আসন্ন। শনিবার দক্ষিণ কলকাতা কেন্দ্রে ভোট দিয়ে এই দাবি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ, টানা প্রচারের সময় মানুষের চোখে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ দেখেছেন। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে চলেছে চার তারিখে।
অভিষেক জানিয়েছেন, ওই দিন ইভিএম খুললেই তাঁর দাবি স্পষ্ট হয়ে যাবে। তিনি জানিয়েছেন, ২০১৯ সালের থেকে আরও ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস। মিঠুন চক্রবর্তী থেকে কুলতলির পুকুরে ইভিএম, এই নিয়ে প্রতিক্রিয়ায় অভিষেক জানিয়েছেন, বিক্ষিপ্ত কিছু অভিযোগ বাদ দিলে এদিনের নটি কেন্দ্রে ভোট হচ্ছে শান্তিতেই।
তিনি জানান, তিন মাস ধরে রাস্তায়। আজ গরম তুলনামূলক কম। তিনি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন। বিগত পাঁচ বছর ধরে বাংলার প্রতি যে ভাবে বঞ্চনা হয়েছে, তার জবাব মানুষ দেবেন। প্রতিফলন ৪ তারিখ দেখতে পাবেন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ, তার প্রতিফলন থাকবে।