বেলা বাড়তেই ধীরে ধীরে স্পষ্ট ফলাফল। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজয়োল্লাস শুরু তৃণমূল কংগ্রেসের। প্রাথমিক ট্রেন্ডে অধিকাংশ আসনে এগিয়ে যেতেই কালীঘাটে জড়ো হন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। বেলা একটা বাজতেই বদলে গেল কালীঘাটের রাস্তার চিত্র। সবুজ আবির মেখে উল্লাস করতে দেখা গেল সমর্থকদের।
এদিকে কালীঘাটে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক করেন অভিষেক। মঙ্গলবার অভিষেকের সঙ্গে সাংবাদিক বৈঠক করবেন তৃণমূল নেত্রী। আগামী রণনীতি তৈরি করতে বুধবার জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল থেকেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু বেলা গড়াতেই ফল পাল্টাতে শুরু করে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসবের ছবি আসতে থাকে। বিজেপিকে এবারও কার্যত উত্তর ও দক্ষিণবঙ্গে ভাল ফলের ইঙ্গিত গণনার প্রাথমিক ফলে।