দাবি ছিল নিজের কেন্দ্রে এবার ৪ লক্ষ ভোটে জিতবেন। মঙ্গলবার লোকসভা ভোটের ইভিএম খুলতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কার্যত চমকে দিল ডায়মন্ডহারবার।
পাঁচ বছর আগে দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে তিনি সংসদে গিয়েছিলেন ৩ লক্ষ ২৫ হাজারের বেশি ভোটে। পাঁচ বছর পর সেই অঙ্কটা এবার ৬ লক্ষের বেশি। হ্যাটট্রিকের দিনেই অভিষেক ভেঙে দিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসুর রেকর্ডকে। ৫ লক্ষ ৯২ হাজার। এটাই ছিল এতদিন এই রাজ্যের রেকর্ড ভোটে জয়ের নজির। হীরকদ্যুতিতে সেই রেকর্ড চূর্ণ করলেন অভিষেক।