তিনি বুথ ফেরত সমীক্ষার ফল মানেন না। রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এই দাবি করেছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই রবিবার বিকেলে ভোট মিটে যাওয়ার পর তৃণমূলের প্রতিটি নেতাকে গণনার আগে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ভিডিও বার্তায় গণনার আগে সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেছেন অভিষেক।
শনিবার ভোট পর্ব মিটতেই এসেছে বুথ ফেরত সমীক্ষার ফল। যা ইঙ্গিত দিচ্ছে রাজ্যে খানিকটা হলেও তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি। যদিও শনিবার ভোট দেওয়ার পর অভিষেক দাবি করছিলেন, এবার ইভিএম খুললে অন্য উত্তর পাওয়া যাবে। কারণ, মানুষ বিজেপিকে জবাব দিয়েছে। এই প্রচারে রাজ্যবাসীর থেকে সেই ইঙ্গিত তিনি পেয়েছেন বলেও জানিয়েছেন অভিষেক।
এদিনই বুথ ফেরত সমীক্ষাকে ভুয়ো বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি তৃণমূল কর্মীকে শক্ত থাকতে বার্তা দিয়েছেন তিনি। মমতার দাবি, এই রাজ্যের প্রেক্ষাপটে যে সমীক্ষা রিপোর্ট দেখানো হচ্ছে, তা তিনি বিশ্বাস করেন না। কারণ, তিনি সংবাদমাধ্যমের হিসাব বিশ্বাস করেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি মানুষের চোখ চেনেন। তাতে তাঁর কোনও ভাবেই মনে হয়নি জনগণ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।