পাঁচবারের সাংসদ ছিলেন। বহরমপুর কেন্দ্র থেকে বিদায় অধীর চৌধুরীর। বড় ব্যবধানে জয় ইউসুফ পাঠানের। জয়ের পর অধীর বললেন, "রাজনীতিতে জয় হার সবই থাকে। এতদিন অপরাজিত ছিলাম, এখন পরাজিত। পৃথিবীর সব রাজনৈতিক নেতাদের পরাজয় অপরাধ। ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে কখনও। কখনও হারতে হয়েছে রাহুল গান্ধীকে। মানুষ দয়া করেনি, দুয়া করেনি, আশীর্বাদ করেনি, কী করতে পারি। সেই হারকে মেনে নেওয়া রাজনৈতিক দায়িত্ব। মানুষ যা করেছে, ঠিক করেছে। আমি হেরেছি।"
এদিন জয়ের পরেও অধীর চৌধুরীর প্রশংসা জয়ী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের গলায়। তিনি বলেন, "অধীরজিকে সম্মান করি। সিনিয়র নেতা। ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি।"