বহরমপুরে হারলেন অধীর চৌধুরী। জয়ী তৃণমূল প্রার্থী ও আগামী সাংসদ ইউসুফ পাঠানকে শুভেচ্ছা জানালেন প্রাক্তনী অধীর চৌধুরী। তিনি জানালেন, "স্যান্ডউইচ" হয়েছেন তিনি।
বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীকে প্রায় ৮৫ হাজার ভোটে হারিয়েছেন ইউসুফ পাঠান। পরাজয়ের পর অধীর জানিয়েছেন, "বাংলার রাজনীতি ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠছে। ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছি। ইউসুফকে জয়ের জন্য় শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্যান্ডউইচ হয়েছি। একদিকে হিন্দু ভোটের বিভাজন। অন্য দিকে মুসলিম ভোটের বিভাজন। আমি হিন্দু হতে পারিনি। মুসলিমও হতে পারিনি।"
এদিন অধীর চৌধুরীকে নাম না করে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর দাবি, "ওর ঔদ্ধত্যই এর জন্য দায়ী। আর উনি বিজেপির লোক। পাঠানকে অনেক অনেক শুভেচ্ছা।"