অপ্রতিরোধ্য দিলীপ ঘোষ। প্রচার ময়দানে তাঁকে রোখাই যাচ্ছে না বলেই অভিযোগ। এবার তাঁর নিশানায় বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। শনিবার তাঁকে বহিরাগত বলে আক্রমণের পাশাপাশি বিজেপি নেতার কটাক্ষ, ভগবানের কাছে প্রার্থনা করুন, যাতে এই কেন্দ্রে বহিরাগতরা জামা-কাপড় খুলে রেখে চলে যান।
দিলীপের এই মন্তব্যের জেরে ফের ফুঁসছে তৃণমূল শিবির। ইতিমধ্যেই বিজেপির প্রার্থীর বিরুদ্ধে কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র ২৪ ঘণ্টা আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কু-কথা বলার অভিযোগে কমিশনে জবাব দিয়েছিলেন দিলীপ ঘোষ।
রাজনৈতিক মহলের দাবি, মেদিনীপুর থেকে সরে এসে এবার বর্ধমান-দুর্গাপুরকে নতুন চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন দিলীপ ঘোষ। আর এবারের ভোট-যুদ্ধে এই কেন্দ্রে বাজার গরম করতে চাইছেন তিনি। এদিনই এই কেন্দ্রে প্রচার করতে দেখা গিয়েছে বামেদের প্রার্থী সুকৃতি ঘোষালকে।