দু-একটি বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া এখনও পর্যন্ত মোটের উপর শান্তিতে ভোট হচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রামে। ভোট শুরুর আটচল্লিশ ঘণ্টা আগেই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়েছিল এই এলাকা। সকাল থেকে নন্দীগ্রাম নিয়ে বেশ কয়েকটি অভিযোগ করেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
দেবাংশুর অভিযোগ, নন্দীগ্রাম থেকে অপহরণ করা হয়েছে তাঁদের দুই এজেন্টকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সেতু ভেঙে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
ভোট শুরুর আগেই অবশ্য মহিষাদলে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি। এখনও পর্যন্ত যা খবর, তাতে এই ঘটনায় কোনও গ্রেফতারি নেই।