প্রথম দফার নির্বাচনের আগে ফের উত্তপ্ত কোচবিহার। রবিবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে হামলার অভিযোগ। অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপি। যদিও গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। এদিন সন্ধ্যায় স্থানীয় ঘুঘুমারিতে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর উপর হামলার অভিযোগ করা হয়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহারে। তার আগে দফায় দফায় তৃণমূল বিজেপির ঝামেলায় উত্তেজনা বাড়ছে জেলা সদরে। সম্প্রতি, নিশীথ প্রামানিকের সঙ্গে উদয়ন গুহর ঝামেলা নিয়ে উত্তপ্ত হয়েছিল কোচবিহার। যে ঘটনায়, রিপোর্ট তলব করেছিল কমিশন। তার রেশ কাটার আগেই রবিবার ঘুঘুমারিতে ফের উত্তেজনা।
এপ্রিল মাসের ৪ তারিখ জেলায় ভোটের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাসমেলার মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী, একই সভা তৃণমূল নেত্রীর। তার আগে ঘুঘুমারির ঘটনা কোচবিহারকে অন্য মাত্রা দিল বলেই দাবি রাজনৈতিক মহলের।