তাঁর হাত ধরেই বীরভূমের রাঙামাটিতে ফুল ফোটায় তৃণমূল কংগ্রেস। ধসে পড়েছিল লাল দুর্গ। গত দুই দশক তাঁর ফরমুলা মেনেই নির্বাচন হয়েছে। তাঁর অনুপস্থিতিতেও চলছে একই টেকনিক। সোমবার ভোটকেন্দ্রের বাইরে দেখা গেল বাতাসা ও নকুলদানা। যা দেখে অনুব্রত মন্ডলের 'গুড় বাতাসা' দাওয়াইয়ের কথা মনে পড়ে যায়। লোকসভা নির্বাচনের এবার তিহার জেলেই কাটছে বোলপুরের দোর্দ্যন্ডপ্রতাপ তৃণমূল নেতার।
সোমবার চতুর্থ দফা নির্বাচনে ভোটগ্রহণ হয় বীরভূম ও বোলপুর কেন্দ্রে। এই দুই কেন্দ্রে নির্বিঘ্নেই হয় ভোটগ্রহণ। এই প্রথম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ছিলেন না। সশরীরে না থাকায় দলীয় কর্মীরা যেন একটু মুষড়ে পড়েছেন।
এদিন বোলপুরে এক কেন্দ্রে বিতর্কেও জড়িয়েছেন তৃণমূল নেতা বাবু দাস। বুথ থেকে একটু দূরে সরাসরি বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে।