গো ব্যাক অর্জুন সিং। বারাকপুর লোকসভা কেন্দ্রে অন্তর্গত বীজপুরে এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিন ভোট দেখতে বেরিয়ে তৃণমূলের মহিলাদের সামনে প্রতিরোধের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। বীজপুরে মহিলাদের অভিযোগ, অর্জুনের মদতেই বুথ জ্যাম করেছে বিজেপি। তার প্রতিবাদ করেন মহিলারা। পরিস্থিতি তপ্ত হলে পুলিশ অর্জুনকে ওই এলাকা থেকে সরিয়ে দেন।
ভোট শুরুর আগে বারাকপুর থেকে বিক্ষিপ্ত অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিদায়ী সাংসদের অভিযোগ, আমডাঙার তিনটি বুথে বিজেপি এজেন্টকে ঢুকতেই দেয়নি তৃণমূল কংগ্রেস। এরপরেই অর্জুনের হুমকি, খেলা বন্ধ করুন পার্থ ভৌমিক। না হলে তিনি চুপ করে বসে থাকবেন না।
এদিন সকালেই ভোট দিয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। রাজনৈতিক মহলের মতে, বারাকপুরে শিল্পাঞ্চলের আমডাঙা কেন্দ্রের দিকেই নজর থাকবে। কারণ, ভোট শুরুর আগেই এই অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ পাওয়া গিয়েছে। সেখানে রবিবার তৃণমূল-বিজেপির সংঘর্ষ হয়েছে।