গুরুতর অসুস্থ বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম । সম্প্রতি, ভোট প্রচারে টাকি গিয়েছিলেন তিনি । সেখানেই অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে । বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । আইসিউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তৃণমূল প্রার্থী । কিন্তু, কী হয়েছে তাঁর?
হাসপাতাল সূত্রে খবর, জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন হাজি নুরুল ইসলাম । পরে পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। তাঁর ফুসফুসের ডানদিকে সংক্রমণ ধরা পড়েছে । বর্তমানে হাজি নুরুল ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল । চিকিৎসা চলছে । উল্লেখ্য, দিন কয়েক আগেই ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী রেখা পাত্র অসুস্থ হয়ে পড়েছিলেন ।
লোকসভা ভোটে এবার নজরে বসিরহাট কেন্দ্র । কারণ এই কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি । ভোটের আগেই সন্দেশখালিকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি । এমনকী, ভোট প্রচারেও সন্দেশখালিকে ইস্যুকেই এখন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে হাতিয়ার করছে বিরোধী দলগুলি । উল্লেখ্য, বসিরহাট কেন্দ্রে ভোট রয়েছে ১ জুন, একেবারে শেষ দফায় ।