নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন । বুধবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় । জাতীয় নির্বাচন কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করলেন তমলুকের বিজেপি প্রার্থী । উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ২৪ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন । সেইসঙ্গে অভিজিতের মন্তব্যকে কড়া ভাষায় সমালোচনা করেছিল তারা । তবে প্রাক্তন বিচারপতির অভিযোগ, কমিশনের নোটিশে তাঁর বিরুদ্ধে অবাঞ্চিত মন্তব্য করা হয়েছে । সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
তমলুকের বিজেপি প্রার্থীর আরও অভিযোগ,তাঁকে কলঙ্কিত করা হয়েছে এবং মানহানিও করা হয়েছে । এই কলঙ্ক এবং মানহানির বিরুদ্ধে তিনি আলাদাভাবে পদক্ষেপ করবেন । বর্তমানে শুধুমাত্র নির্বাচন কমিশনের নোটিসকে চ্যালেঞ্জ করেছেন তিনি । অভিজিৎ আরও বলেন, ' কমিশনের নির্দেশে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলােন। কিন্তু সেই নির্দেশেরই একটি অংশে যেখানে ওইসব মানহানিকর মন্তব্য গুলো আছে। সেটাকে আমি চ্যালেঞ্জ করেছি। '
কমিশনের নির্দেশে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত তমলুকের বিজেপি প্রার্থীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন । সূত্রের খবর, চার পাতার চিঠিতে প্রাক্তন বিচারপতিকে তীব্র ভর্ৎসনা করেছে নির্বাচন কমিশন। এই চিঠি পাঠানো হয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকেও । কমিশনের নির্দেশ, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভবিষ্যতে কোনও রকম কুরুচিকর মন্তব্য করা যাবে। আর সেটাই দেখতে হবে বিজেপি সভাপতিকে।