তৃণমূলে তিনি দাসত্ব করতে যাননি। নিজেকে সৈনিক ভেবে লড়াই করেছিলেন। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মীদের বন্ধু ভাবেন না। বরং মনে করেন সবাই তাঁর দাস। এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। সাক্ষাৎকারে অর্জুনের দাবি, একই মনোভাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর যাঁরা মমতা-অভিষেককে আলাদা মনে করেন, তাঁরা মূর্খ বলেই জানালেন অর্জুন।
পাঁচ বছর আগে, এই বারাকপুর থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন অর্জুন। উত্তর ২৪ পরগনার একদা শিল্পতালুককে তিনি চেনেন হাতের তালুর মতো করে। প্রচারে বেরিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন এডিটরজি বাংলার সঙ্গে। নিউজ এডিটর দেবযানী চৌবেকে অর্জুন জানিয়েছেন, বারাকপুরের প্রতিটি অলি-গলি তাঁর চেনা।
এবার লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কী ? এই প্রশ্নের উত্তরে বারাকপুরের বিজেপি প্রার্থী জানান, সন্ন্যাস ছাড়া আর কোনও উপায় নেই তৃণমূল নেত্রীর কাছে। কারণ, এই নির্বাচনের পরে তাঁর হাতে আর কিছুই থাকবে না। পাঁচ বছর আগে গেরুয়া প্রার্থী হিসাবে খুব বড় ব্যবধানে জেতেননি অর্জুন।
বারাকপুরে এবার তাঁর প্রতিপক্ষ বন্ধু তৃণমূলের পার্থ ভৌমিক। অর্জুনের মতে, পার্থকে আগে তৃণমূলের মধ্যে লড়াই করতে হবে। তারপর বিজেপির সঙ্গে লড়তে হবে। বারাকপুরে নিজের জয় নিয়ে এবারও নিশ্চিত অর্জুন সিং।