রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এডিটরজি বাংলার ভোট আড্ডায় নিউজ এডিটর দেবযানী চৌবের কাছে অকপট হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, সন্দেশখালির ঘটনা প্রমাণ করেছে নির্যাতিতাদের পাশে না দাঁড়িয়ে উল্টে শাহজাহানদের আশীর্বাদ করেছেন মুখ্যমন্ত্রী।
একসময় তিনি ছিলেন তৃণমূলের লকেট। কিন্তু পরবর্তী সময়ে ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগদান। ২০১৯ সালে সংসদীয় রাজনীতিতে তাঁর উত্থান। হুগলি কেন্দ্র থেকে রত্না দে নাগকে হারিয়ে প্রথমবার লোকসভায় যান তিনি। সাংসদ হওয়ার পাশাপাশি তিনি এখন বিজেপি মহিলা মোর্চার নেত্রী।
এবার তাঁর হুগলি কেন্দ্রে দাঁড়ানো নিয়ে অনেক বিতর্ক ছিল। কিন্তু তা উপেক্ষা করে জেপি নাড্ডারা এই কেন্দ্রে লকেটের উপরেই আস্থা দেখিয়েছেন। এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবেকে তিনি জানিয়েছেন, এই রাজ্যের মুসলিমরা এবার বুঝতে পেরেছেন, তাঁদের নিয়ে রাজনীতি হয়েছে। কোনও উন্নয়ন হয়নি। তাই এবার এই রাজ্যের মুসলিমরা বিজেপির পক্ষেই রায় দেবে বলে আশাবাদী লকেট চট্টোপাধ্যায়।
কী নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে ? উন্নয়নের খতিয়ান। গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উন্নয়ন করেছেন, সেটাই তাঁর প্রচারের হাতিয়ার বলে দাবি করেছেন হুগলির বিজেপি প্রার্থী। রাজ্যের পঞ্চম দফায় ভোট হবে হুগলিতে। দ্বিতীয়বার লকেটের সাংসদ হওয়ার দৌড়ে এবার চ্যালেঞ্জ তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়।