ডায়মন্ড হারবারের ৪০০টি বুথে ও মথুরাপুর কেন্দ্রের ১২টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। বিজেপির দাবি, ওই বুথগুলিতে ভোটগ্রহণ স্বচ্ছভাবে হয়নি। অনেক বুথে অবাধে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। অভিযোগ, ভুয়ো ভোটও পড়েছে অনেক বুথে। বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ বিজেপি। কমিশনে অভিযোগ জানিয়েছেন শিশির বাজোরিয়া।
ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতার সব কটি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি। বজবজ, মহেশতলা, বিধানসভার এলাকারও অনেক বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে। মথুরাপুর কেন্দ্রের সাগরের একাধিক বুথেও কারচুপি হয়েছে বলে অভিযোগ বিজেপির।
সপ্তম দফা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরই ডায়মন্ড হারবার কেন্দ্রের ৩০০-এর বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।