পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে NIA-র তল্লাশি অভিযানের পিছনে রয়েছে তাঁর ষড়যন্ত্র। তৃণমূলের এই অভিযোগ এবার খারিজ করলেন আসানসোলের বিজেপে নেতা জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা হুঁশিয়ারি দিয়ে জিতেন্দ্র জানিয়েছেন, অভিযোগ প্রমাণ করতে না পারলে তিনি তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। এমনকী, NIA-র সুপারের সঙ্গে তাঁর বৈঠকের ভিডিও প্রকাশ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। বিজেপি নেতার এই হুমকির সামনেও অনড় তৃণমূল। ভূপতিনগরের ঘটনা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে তারা।
BJP-র কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে হানা দিয়েছে NIA। ভূপতিনগর কাণ্ডে দুই গ্রেফতার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, ২৬ মার্চ NIA SP ধনরাম সিংয়ের নিউটাউনের বাড়িতে ঢুকেছিলেন BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি। এবং সেখানে টাকার লেনদেন হয় বলেও অভিযোগ তাঁর।
এদিন সাংবাদিক বৈঠক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ভোট ঘোষণার পর NIA-র SP-র বাড়িতে গিয়ে কী করে দেখা করতে পারেন BJP নেতা? এর সপক্ষে একটি রেন্ট এগ্রিমেন্ট এবং একটি ভিজিটার্স রেজিস্টারের কপিও দেখান তিনি।
কুণালের অভিযোগ, ওই সাক্ষাতে সাদা প্যাকেটে মুড়ে টাকার লেনদেন হয়েছে। এবং তারপরেই ভূপতিনগরে গিয়ে দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করে NIA।