কলকাতায় ভোট দিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে উত্তর কলকাতার বেলগাছিয়ার একটি বুথে ভোট দেন তিনি। এদিকে, ভোট দিয়ে বেরনোর পর মিঠুনকে লক্ষ করে চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও তৃণমূল তা অস্বীকার করেছে।
রাজ্যের শেষ দফার ভোটে সকাল থেকে বিক্ষিপ্ত কিছু অভিযোগ উঠেছে। কাশীপুরে বিক্ষোভের মুখে পড়তে হয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে। রাস্তায় তাঁকে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে।
যাদবপুর লোকসভা ও বরাহনগর উপ-নির্বাচনে তাদের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তুলেছে সিপিএম। এরমধ্যে সকাল থেকে উত্তেজনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।