বুথ ফেরত সমীক্ষা তিনি বিশ্বাস করেন না। কিন্তু তিনি এটা বিশ্বাস করেন এবারের ভোটের ফলে গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৪০০ আসন পার করবেই বিজেপি। এবং রাজ্যে তৃণমূলের থেকে অনেক বেশি আসন পাবে পদ্ম শিবির। শনিবার বুথ বুথ ফেরত সমীক্ষা প্রকাশের পর এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
দেশের প্রেক্ষাপটে প্রায় প্রতিটি বেসরকারি সংস্থা দাবি করেছে, দিল্লির মসনদে নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক এখন স্রেফ সময়ের অপেক্ষা। হিন্দি বলয় তো বটেই, এবারের নির্বাচনে বিজেপি চমক দিতে পারে দক্ষিণের বেশ কয়েকটি রাজ্যে। বিশেষ করে বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, কেরলের মতো রাজ্যেও নাকি খাতা খুলতে পারে বিজেপি।
বাংলার ক্ষেত্রে বেশ কয়েকটি সংস্থা ইঙ্গিত দিচ্ছে, এবারের লোকসভা ভোটে তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি। রাজ্যে প্রচারে এসে বার বার ৩০ আসনে জয়ের দাবি করেছেন বিজেপি কেন্দ্রীয় নেতারা। এ ব্যাপারে শনিবার খুব একটা নিশ্চিত মনে হল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে, তিনি জানিয়েছেন, চার তারিখ সকাল আটটা থেকে রাজ্যের ফল দেখতে পাবে তৃণমূল কংগ্রেস।