বিজেপি কর্মীদের ভোট দিতে বাধা। কল্যাণীর গয়েশপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বিজেপির অভিযোগ, গয়েশপুরের বেদীভবনের কাছে বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধর করা হয়। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পরই অ্যাকশন টেকেন রিপোর্টও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
রবিবার রাত থেকেই বনগাঁর স্বরূপনগর উত্তপ্ত হয়ে ওঠে। স্বরূপনগরে চিতুড়ি সীমান্ত এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন ভয় দেখাচ্ছে। শান্তনু ঠাকুর ঘটনাস্থলে আসতেই তাঁর গাড়ি ধরে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
তৃণমূল যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের প্রশ্ন, প্রচারের সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন ভোটারদের প্রভাবিত করতে প্রার্থী আসবেন?