১৯ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। মূলত ভোট পরবর্তী হিংসা রুখতে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই পর্বে রাজ্যে থাকবে প্রায় ৪০০ কোম্পানি। গত ৩১ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন রাজ্যে বাহিনী রেখে দেওয়ার কথা জানিয়েছিল।
কমিশনের দাবি মতো, এবার রাজ্যের সাত দফার ভোটে পাহাড়ায় ছিল প্রায় ৯০০ কোম্পানি বাহিনী। এরমধ্যে ১ জুন ভোট মিটতেই ফিরে গিয়েছে অর্ধেক কোম্পানি। প্রাথমিক ভাবে কমিশন জানিয়েছিল, ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে বাহিনী। সেই তারিখ আপাতত বাড়ানো হল।
শনিবার ভোট মিটতেই নদিয়ার কালীগঞ্জে খুন হয়েছেন বিজেপি কর্মী। বেলেঘাটায় আক্রান্ত হয়েছেন বিজেপির এক এজেন্ট। গণনার আগে রানাঘাটে হামলার অভিযোগ সিপিএমের এজেন্টের উপরে। ফলে ভোট পরবর্তী পরিস্থিতিকে পর্যালোচনা করেই রাজ্যে বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশন।