মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে মিঠুনের রোড শো ঘিরে ব্যাপক উত্তেজনা । ইট বৃষ্টি, বোতল ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । পুলিশের সামনেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে অভিযোগ । তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । মিঠুনের প্রচার কর্মসূচিকে ঘিরে তুলকালাম কাণ্ড মেদিনীপুরে ।
অগ্নিমিত্রা পালের সমর্থনে মঙ্গলবার সকাল সকাল মেদিনীপুরে পৌঁছন মিঠুন চক্রবর্তী । তাঁকে ফুল, মালায় স্বাগত জানান বিজেপি প্রার্থী । এদিন, মেদিনীপুরে জোড়া কর্মসূচি রয়েছে মিঠুনের । মেদিনীপুর শহরে রোড শো,তারপর পূর্ব মেদিনীপুরের এগরায় অগ্নিমিত্রার সমর্থনে সভা রয়েছে মিঠুনের । কিন্তু প্রথমেই রোড শোতে বিপত্তি বাঁধে । পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা । বন্যপ্রাণ রক্ষা নিয়ে লেখা ছিল পোস্টারে । হঠাৎই মিছিলের মাঝে ইট ও জলের বোতল ছোড়া শুরু হয় বলে বলে অভিযোগ । তারপরই বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি । পুলিশের সামনেই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ । গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি । যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । ফের রোড-শো শুরু করেন মিঠুন ।
মেদিনীপুরে ষষ্ঠ দফায় ভোট রয়েছে । ওই কেন্দ্রে অগ্নিমিত্রার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী জুন মালিয়া । ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না কোনও প্রার্থীই ।