ঘূর্ণিঝড় রেমাল নিয়ে অশোকনগরের প্রচারসভায় মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেহালার প্রচার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "ঘূর্ণিঝড়ে সময় মতো ব্যবস্থা না নিলে সমস্যা কয়েক লক্ষ মানুষ মারা যেতেন। প্রশাসন সাধ্য মতো চেষ্টা করেছে।"
সপ্তম দফার নির্বাচনের আগে মঙ্গলবার কলকাতায় জোড়া পদযাত্রা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দমদম কেন্দ্রে বিরাটির বনিক মোড় থেকে এয়ারপোর্টের ২ নম্বর গেট পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন প্রার্থী সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। এদিকে কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালা রায়ের সমর্থনে উত্তর কলকাতার এন্টালি থেকে পদযাত্রা শুরু করেন তৃণমূল নেত্রী। বালিগঞ্জ ফাঁড়িতে এই পদযাত্রা শেষ হয়।
এরপরই বেহালার চৌরাস্তায় মালা রায়ের সমর্থনে জনসভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পরশুদিন রাতে সাইক্লোন এল। আপনারা কেউ কেউ বুঝতেও পারেননি। ৪৬ লক্ষ লোককে বাঁচিয়েছি আমরা। ৭ জন মারা গেছে। আমি টানা মনিটরিং করেছি। ববিও করেছে। সারা রাত ওরা কর্পোরেশনে বসেছিল। যে গাছ পড়লেই গাছ কাটবে। যে ৪৬ লক্ষ লোককে আমরা তুলে এনেছিলাম ক্যাম্পে, তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে।"
এদিন প্রধানমন্ত্রী অশোকনগরের সভা থেকে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বার্তা দেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালে রাজ্যকে সব রকমভাবে সাহায্য করেছে কেন্দ্র। NDRF টিম ভাল কাজ করেছে।