ভোটের বাকি দফায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনও বেফাঁস কথা বলা যাবে না। সোমবার রাজ্যে পঞ্চমদফার নির্বাচন। তার আগে প্রদেশ কংগ্রেস সভাপতিকে কড়া ভাষায় সতর্ক করে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
শনিবার লখনউ থেকে অধীরকে খাড়গে বার্তা, এই ব্যাপারে হাইকম্যান্ডের নির্দেশ মানতে হবে, না হলে বাইরে চলে যেতে হবে। পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতিকে অধীরের জবাব, তিনিও হাইকম্যান্ডের সদস্য। তিনিও ওয়ার্কিং কমিটিতে রয়েছেন।
রাজনৈতিক মহলের দাবি, সম্প্রতি ইন্ডিয়া জোটকে মমতার বাইরে থেকে সমর্থন প্রসঙ্গেই ফের খাড়গে-অধীর দ্বন্দ্ব সামনে চলে এল। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই বাইরে থেকে সমর্থন প্রসঙ্গে নিজের মন্তব্য থেকে সরে এসেছিলেন তৃণমূল নেত্রী। তমলুকে তিনি জানান, ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন। এবং এই জোটে তৃণমূল ভীষণ ভাবে রয়েছে।
ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন প্রসঙ্গে মমতার মন্তব্যকে কটাক্ষ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর তাতেই ক্ষুব্ধ কংগ্রেস সভাপতি। খাড়গে জানিয়েছেন, এই ব্যাপারে অধীর চৌধুরী ঠিক করার কেউ নন। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস পার্টি এবং হাইকম্যান্ড।
এদিন শরদ পাওয়ারকে পাশে নিয়ে লখনউয়ে এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি জানিয়েছেন, তৃণমূল নেত্রী চাইলে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করতেই পারেন। কারণ, প্রথম ইউপিএ সরকারকে বাইরে থেকেই সমর্থন করেছিলেন বামেরা। তাই বাইরে থেকে সমর্থন নতুন কোনও বিষয় নয়।