খাস কলকাতায় সিপিএম সমর্থককে মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কলকাতার গাঙ্গুলিবাগান এলাকার ১০১ নম্বর ওয়ার্ডে। আহত সিপিএম সমর্থকের নাম মঙ্গলাচরণ চক্রবর্তী। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। খবর কানে যেতেই অভিযুক্তকে হাতেনাতে ধরলেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তুলে দিলেন পুলিশের হাতে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে পার্টি অফিস বন্ধ করে রাতের খাবার কিনে বাড়ি ফিরছিলেন মঙ্গলাচরণ বাবু। তাঁর অভিযোগ, সেই সময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁকে ধমকি দেন। এবার পোলিং এজেন্ট হিসেবে না বসার হুমকি দেওয়া বলে অভিযোগ। ওই ব্যক্তি পাল্টা জানান, দল যা ঠিক করবে, তিনি তাই করবেন। অভিযোগ, এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে মারধর করে। আহত অবস্থায় তাঁকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে আসেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ঘটনাচক্রে ওই হাসপাতালে ছিলেন অভিযুক্তরাও। ওই অভিযুক্তকে ধরে নেতাজী নগর থানার হাতে তুলে দেন বাম প্রার্থী। ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ।